
কিভাবে ওয়েব পেজ ডিজাইন করা হয় জেনে নিন –
এটি একটি ওয়েবপেজ ডিজাইর করার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। সাধারনত আমরা এখন অনেকই বেশীর ভাগ অনলাইনে সময় কাটায়।স্যোসাইল মিডিয়াতে কে না সময় দেয় ? ব্রাউজার ওপেন করে কত না ওয়েবসাইট ভিজিট করি হিসাব থাকে না । কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি ? আমাদের ভিজিট করা পেজ গুলো কিভাবে তৈরি করা হয়েছে ।
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এইচটিএমএল –
এইচটিএমএল এর পূর্নরুপ- হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ । এটি একটি ওয়েব পেজ তৈরি করার প্রোগামিং ল্যাংগুয়েজ । এইটিএমএল দ্বারা তৈরি ফাইলগুলো ওয়েবসাইট নামে পরিচিত । ১৯৯০ সালে জেনেভার সিইআরএন কাজ করার সময় টিম বার্নার্স-লী সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন।
এইচটিএমএল কোড ব্যাবহার কেন করা হয় ? কারণ, আমাদের ভাষা ব্রাউজার বোঝে না তাই শুধু ব্রাউজারের ভাষা ব্রাউজারের বোঝবে । আমরা যখন ব্রাউজারের ভাষায় ওয়েব পেইজ তৈরি করি, তাহলে তা ইনপুট নিয়ে আউটপুট দিবে আমাদের ভাষায় ।
এইচটিএমএল ল্যাংগুয়েজ দিয়ে ডিজাইন –
এইচটিএমএল দিয়ে ওয়েবপেজের কাঠামো তৈরি করা যায় , কিন্তু সুন্দর ডিজাইন করা যায় না।যেমন , আমরা যদি একটা ঘর তৈরি করি তাহলে আমাদের প্রথমে দেয়াল , চাদ করতে হয় তারপর, ঘর সম্পূর্ণ হয়ে যায় । কিন্তু থাকার জন্য উপযোগী নয় । এইচটিএমএল এর ও কাজ এই রকম । আরো বলা যায় – হেড , বডি , ফোটার পেজের কোন জায়গায় বসবে তা এইচটিএমএল দিয়ে মার্ক করা হয়
আমরা এইচটিএমএল এর কোড দ্বারা ওয়েবপেইজ তৈরি করতে পারবো । কোডগুলা আমাদের জানা অবশ্যই।
এইচটিএমএল এলিমেন্ট ও সিনটেক্স দ্বারা ওয়েবপেইজ তৈরি করা হয়
ব্রাকেটের মাঝে অবস্থিত এক একটি উপাদানকে এলিমেন্ট নিয়ে গঠিত এইচটিএমএল ট্যাগ ফরম্যাট লিংক সম্পূর্ন হয়। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহারিত কিওয়াডগুলোকে সিনটেক্স বলা হয়
বডি কোড –
প্রতিটি এইচটিএমএল ডকুমেন্ট <!DOCTYPE html>
ডিক্লেয়ারেশনের মাধ্যমে শুরু হয়।
এইচটিএমএল ডকুমেন্ট <html>
ট্যাগ দিয়ে শুরু হয় এবং </html>
ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয়।
শুধুমাত্র <body>
এবং </body>
ট্যাগের মাঝখানের অংশ ব্রাউজারে দেখা যায়।
হেডিং কোড –
এইচটিএমএলে <h1>
থেকে <h6>
দিয়ে এইচটিএমএল হেডিং বা শিরোনামকে নির্দেশ করা হয়।
<h1>
দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এভাবে পর্যায়ক্রমে <h6>
দিয়ে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিংকে বুঝায়।
মূলত এইচটিএম এইটিএমএল কোন প্রোগ্রামিং ভাষা নয় । ওয়েবপেজ ডিজাইন করা জন্য ফ্লাটফর্ম ব্যবহার করা হয়।
ধন্যবাদ!!!