এইচটিএমএল/HTML

এইচটিএমএল দ্বারা ওয়েব সাইটের কাঠামো ডিজাইন -Web Design & HTML

কিভাবে ওয়েব পেজ ডিজাইন করা হয়  জেনে  নিন –

এটি একটি ওয়েবপেজ ডিজাইর করার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। সাধারনত আমরা এখন অনেকই বেশীর ভাগ অনলাইনে সময় কাটায়।স্যোসাইল মিডিয়াতে কে না সময় দেয় ? ব্রাউজার ওপেন করে কত না ওয়েবসাইট ভিজিট করি হিসাব থাকে না । কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি ? আমাদের ভিজিট করা পেজ গুলো কিভাবে তৈরি করা হয়েছে ।

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এইচটিএমএল –

এইচটিএমএল এর পূর্নরুপ- হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ । এটি একটি ওয়েব পেজ তৈরি করার প্রোগামিং ল্যাংগুয়েজ । এইটিএমএল দ্বারা  তৈরি ফাইলগুলো ওয়েবসাইট নামে পরিচিত । ১৯৯০ সালে জেনেভার সিইআরএন কাজ করার সময় টিম বার্নার্স-লী সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন।

এইচটিএমএল কোড ব্যাবহার কেন করা হয় ? কারণ, আমাদের ভাষা  ব্রাউজার বোঝে না তাই শুধু ব্রাউজারের ভাষা ব্রাউজারের বোঝবে । আমরা যখন ব্রাউজারের ভাষায় ওয়েব পেইজ তৈরি করি, তাহলে তা ইনপুট নিয়ে আউটপুট দিবে আমাদের ভাষায় ।

এইচটিএমএল ল্যাংগুয়েজ দিয়ে ডিজাইন – 

এইচটিএমএল দিয়ে ওয়েবপেজের কাঠামো তৈরি করা যায় , কিন্তু সুন্দর ডিজাইন করা যায় না।যেমন , আমরা যদি একটা ঘর  তৈরি করি তাহলে আমাদের প্রথমে দেয়াল , চাদ করতে হয় তারপর, ঘর সম্পূর্ণ হয়ে যায় । কিন্তু থাকার জন্য উপযোগী নয় । এইচটিএমএল এর ও কাজ এই রকম । আরো বলা যায় – হেড , বডি , ফোটার পেজের কোন জায়গায় বসবে তা এইচটিএমএল দিয়ে মার্ক করা হয়

আমরা এইচটিএমএল এর কোড দ্বারা ওয়েবপেইজ তৈরি করতে পারবো । কোডগুলা আমাদের জানা অবশ্যই।

এইচটিএমএল এলিমেন্ট ও সিনটেক্স দ্বারা ওয়েবপেইজ তৈরি করা হয়

admin-ajax.php

ব্রাকেটের মাঝে অবস্থিত এক একটি উপাদানকে  এলিমেন্ট নিয়ে গঠিত এইচটিএমএল ট্যাগ ফরম্যাট লিংক সম্পূর্ন হয়। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে  ব্যবহারিত কিওয়াডগুলোকে সিনটেক্স বলা হয়

 বডি কোড –

প্রতিটি এইচটিএমএল ডকুমেন্ট <!DOCTYPE html> ডিক্লেয়ারেশনের মাধ্যমে শুরু হয়।

এইচটিএমএল ডকুমেন্ট <html> ট্যাগ দিয়ে শুরু হয় এবং </html> ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয়।

শুধুমাত্র <body> এবং </body> ট্যাগের মাঝখানের অংশ ব্রাউজারে দেখা যায়।

হেডিং কোড –

এইচটিএমএলে <h1> থেকে <h6> দিয়ে এইচটিএমএল হেডিং বা শিরোনামকে নির্দেশ করা হয়।

<h1> দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এভাবে পর্যায়ক্রমে <h6> দিয়ে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিংকে বুঝায়।

মূলত এইচটিএম  এইটিএমএল কোন প্রোগ্রামিং ভাষা নয় । ওয়েবপেজ ডিজাইন করা জন্য ফ্লাটফর্ম ব্যবহার করা হয়।

ধন্যবাদ!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button