
বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে আয় করা অনেকটা সহজ হয়ে পড়েছে । শুধু মাত্র একটি কম্পিউটার আর তার মধ্যে ইন্টারনেন্ট সংযুক্ত থাকলে পুরো বিশ্ব আপনার হাতে মুঠোয়, বিশ্বের যেকোন প্রান্তে কি ঘটছে মহূর্তের মধ্যে জানতে পারছেন ইন্টারেট ব্যবহার করে। ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করে তুলছে , যোগাযোগ মাধ্যমের উন্নতি একমাত্র মাধ্যম ইন্টারনেট।
ফ্রিল্যান্সিং কী –
ফ্রিল্যান্সিং হলো একটি পেশা , অনলাইন জব । ইন্টারনেট মাধ্যমে বিভিন্ন কাজ করা হলো ফ্রিল্যান্সিং আমরা কোন চাকরীতে জয়েন্ট করার জন্য আবেদন করি আমাদের যোগ্যাতা অনুযায়ী । তেমনি ফ্রিল্যান্সিং ও এমন , আপনি যে বিষয়ে অতি দক্ষ সেই বিষয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবেন । ফ্রিল্যান্সার হিসাবে জয়েন্ট করতে পারবেন । অনলাইনে অন্যের কাজ করে দেওয়া হলো ফ্রিল্যান্সিং যার বিনিময়ে আপনি পেমেন্ট পাবেন । ফিল্যান্সিং হিসেবে শুধু আপনার প্রোফাইল তৈরি করবেন তারপর কোম্পানীরা আপনাকে কাজ করার জন্য হায়ার করবে।
এটি একটি মুক্ত পেশা আপনি চাইলে কাজ করবেন , না চাইলে না করবেন । কোন কোম্পানীতে জব করলে আপনাকে কাজ করতে হবে নিদিষ্ট সময় পর্যন্ত এবং নিদিষ্ট পেমেন্ট পাবেন । কিন্তু ফ্রিল্যান্সিং এর থেকে ভিন্ন , ফ্রিল্যান্সিং মাধ্যমে অনেক কোম্পানির সাথে কাজ করতে পারবেন এবং একাধিক পেমেন্ট পাবেন ।
যেমন – মনেকরেন আপনি গ্রাফ্রিক্স ডিজাইনে অতি দক্ষ , একটা নতুন কোম্পানির লোগো প্রয়োজন , অনলাইনের মধ্যে আপনি তাদের জন্য একটা লোগো তৈরি করে দিলেন , যার বিনিময়ে আপনাকে একটা পেমেন্ট পাবেন। এটা হলো ফ্রিল্যান্সিং আর আপনি ফ্রিল্যান্সার
ফ্রিল্যান্সারা নিদিষ্ট সময়ের কাজ করে না তারা এক কোম্পানীতে কাজ করে না তারা একধিক কোম্পানিতে কাজ করে তাই তাদের পেমেন্ট ও একাধিক হয় । তারা কোম্পানীর সাথে কন্ট্রাক করে কাজ করে ।
আমরা কোন কোম্পানীতে চাকরি করলে নিদিষ্ট সময়ে কাজ করি এবং নিদিষ্ট একটা পেমেন্ট পায় । কিন্তু ফ্রিল্যান্সারা নিদিষ্ট সময়ে কাজ করে না । মনে করেন , আপনি ১০ টা কোম্পানির জন্য ১০ টা ওয়েবসাইট ডিজাইন করলে তাহলে আপনি ১০ বারে পেমেন্ট পাবেন ।
ফ্রিল্যন্সার – ধরেন , আপনার একটা ওয়েবসাইট দরকার অনলাইনে মাধ্যমে আমাকে দিয়ে আপনি ওয়েবসাইট তৈরী করলেন তাহলে আমি ফ্রিল্যান্সার ।
ফ্রিল্যান্সিং কিভাবে করবেন ?
আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান ?তাহলে আপনাকে যেকোন বিষয়ের দক্ষ হতে হবে । যেকোন একটা বিষয়ে দক্ষ হলে হবে । আর যদি কোন বিষয়ে আপনি দক্ষ নন তাহলে কোন একটা বিষয় সিলেক্ট করবেন এবং সে বিষয়ে প্রশিক্ষন নিবেন কোর্সের মাধ্যমে দক্ষ হয়ে যাবেন এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন । খুবই সহজ ফ্রিল্যান্সিং করতে পারবেন । গ্রাফ্রিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন , ডাটা এট্রি , অ্যাপস ডিজাইন, রাইটিং , এসব বিষয় নিয়ে করতে পারবেন ।
কোথায় করবেন ফ্রিল্যান্সিং –
আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন জনপ্রিয় অনেকসাইট রয়েছে –
এইগুলার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন , বেশ জনপ্রিয় সাইট , আপনি যেকোন একটা মধ্যে একাউন্ট তৈরি করে , আপনার ইনপরমেশন দিয়ে একাউন্ট করুন । এবং খুব সহজে ইনকাম করুন ফ্রিল্যান্সিং করে ।
এছাড়া ও আপনি নিজে একটি ওয়েবসাইট তৈরি করে বা ফেসবুক পেইজ তৈরি করে ফ্রিল্যান্সিং করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে শ্রম দিতে হবে বেশি কাজের দক্ষতার পাশাপাশি আপনার ওয়েবসাইট বা পেইজের পরিচিত করাতে হবে তার জন্য আপনাকে কিছু অর্থ খরচ করতে হবে ।
যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাই তারা নিজেস্ব ওয়েবসাইট বা পেইজ তৈরি করে রাখা উত্তম তবে মার্কেটপ্লেজে কাজ করতে হবে অন্যাথায় কাজ পাওয়া কষ্টকর হবে।
অনেক ফ্রিল্যান্সার আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঘরে বসে । আপনার শুধু একটা কম্পিউটার , ইন্টারনেট কানেকশান ও যেকোন একটা বিষয়ে দক্ষ থাকলে আপনি ও ঘরে বসে ইনকাম করতে পারবেন । তাহলে চেষ্টা করে দেখুন ।