বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩ এ ডিএও ব্যাচে যোগদান শুরু ২০২২ । বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ নৌবাহিনী একটি সরকারি ডিফেন্স সংস্থা কমিশন্ড অফিসার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা , সাপ্লাই শাখা , শিক্ষা শাখা, শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) পদে যোগদান করা হবে ।
প্রতিষ্ঠান | সরকারি |
প্রতিষ্ঠান নাম | বাংলাদেশ নৌবাহিনী |
আবেদনের ধরণ | অনলাইন আবেদন |
অনলাইন আবেদন লিংক | https://joinnavy.navy.mil.bd/ |
আবেদনের শেষ তারিখ | ২৫ এপ্রিল ২০২২ইং |
আবেদন ফি | ৭০০ টাকা |
আবেদন ফি জমার মাধ্যম | অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং |
প্রতিষ্ঠানের ওয়েবসাইট | navy.mil.bd |
পদ সংখ্যা | – |
পদ ক্যাটাগরিস | – |
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত:
পদ সমূহ :
- অফিসার ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ)
- সাপ্লাই শাখা (পুরুষ ও মহিলা)
- শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা)
- শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) (পুরুষ ও মহিলা)
শারীরিক যোগ্যতা:
পুরুষ
উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন: ৫০ কেজী
বুকের মাপ : ৩০” ৩২”
জাতীয়তা: বাংলাদেশী
মহিলা
উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
ওজন: ৪৭কেজী
বুকের মাপ : ২৮” ৩০”
জাতীয়তা: বাংলাদেশী
অনলাইনে আবেদন পদ্ধতি
অনলাইন আবেদন করতে: https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেইজ এর বাম পাশ্বে Apply Now এ ক্লিক করে আবেদন পদ্ধিতি অনুসরণ করেতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। মোবাইল চার্জ ব্যাতিত ৭০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে । আবেদন প্রকয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধিত অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে হবে।