সরকারি চাকরি

বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Bangladesh Police Constable Job Circular 2022

ট্রেইনি রিক্রট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ পুলিশ একটি ডিফেন্স সরকারি সংস্থা । বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যারা আবেদন করতে আগ্রহী তারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে।  বিজ্ঞপ্তির সকল বিস্তারিত ও আবেদনের নিয়ামাবলী দেওয়া হলো:

Bangladesh Police Constable Job Circular 2022                          

অনলাইন আবেদন করতেঃ http://police.teletalk.com.bd
আবেদন শুরুঃ ০১/০২/২০২২ সকাল ১০.০০ ঘটিকায়
আবেদনের শেষ তারিখঃ ২৮/০২/২০২২ রাত ১২.০০ ঘটিকায়
অফিসিয়ার ওয়েবসাইটঃ police.gov.bd
চাকরির ধরনঃ সরকারি চাকরি
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
আবেদন ফি জমার মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম
আবেদন ফিঃ ৩০ থেকে ১২০ টাকা

প্রার্থীর যোগ্যতা:
বয়স : যে কোন প্রার্থীর ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখের মধ্যে ১৮ থেকে ২০ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা সমমানের উত্তীর্ণ (কমপক্ষে: জিপিএ – ২.৫/ সমমান)
বাংলাদেশী নাগরিক হতে হবে।
বৈবাহিক অবস্থান : অবিবাহিত

অনলাইনে আবেদনের নিয়মাবলি:

ক. police.teletalk.com.bd-এ লগইন করে আবেদন ফরম পুরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পুরণের লক্ষ্যে উক্ত লিংকে সহায়কহি সাবে ভিডিও টিউটরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেয়া থাকবে। এছাড়া উক্ত লিংকের Help অপশন ব্যবহার করে ফরম পূরণের প্রয়ােজনীয় সহায়তা নেয়া যাবে;

খ. আবেদনের সময় ০১ ফেব্রুয়ারী  ২০২২ সকাল ১০.০০ ঘবটিকা হতে ২৮ ফেব্রুয়ারী  ২০২২ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত;

গ. আবেদন ফরম পুরণ করার অব্যবহিত পরে যােগ্য প্রার্থী একটি User iD পাবেন। উক্ত User iD-তে আবেদন ফরম পুরণের ৭২ ঘন্টার মধ্যে যেকোনাে টেলিটক প্রি-পেইড মােবাইল হতে ৩০/- সার্ভিস চার্জ বাবদ (অফেরতযােগ্য) জমা করতে হবে;

 

Onine আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্য্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্তর Submit করার পূর্বে পুরণকৃত সকলতথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে

চ, প্রার্থীকে online-এ পূরণকৃত আবেদনপন্রের একটি রঙ্তিন প্রিস্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনাে প্রয়ােজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button