
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ ব্যুরো একটি সরাকরি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তে কিছু সংখ্যাক জনবল নিয়োগ দেওয়া প্রেক্ষিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশ পায় BBS Job Circular 2022 যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী যোগ্যতা ও বাংলাদেশ নাগরিক হলে আবেদন করতে পারবে । বিজ্ঞপ্তি সকল বিস্তারিত ও আবেদনের নিয়মাবলি নিম্নে দেওয়া হলো ।
অনলাইন আবেদন করতেঃ http://bbs.teletalk.com.bd |
আবেদন শুরুঃ ২৭/০১/২০২২ সকাল ১০.০০ ঘটিকায় |
আবেদনের শেষ তারিখঃ ১০/০২/২০২২ রাত ১২.০০ ঘটিকায় |
অফিসিয়ার ওয়েবসাইটঃ bbs.gov.bd |
চাকরির ধরনঃ সরকারি চাকরি |
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ |
আবেদন ফি জমার মাধ্যম: টেলিটক প্রিপেইড সিম |
আবেদন ফিঃ ৫৬ থেকে ১১২ টাকা |
আবেদন করার নিয়মাবলীঃ
- Online আবেদন্পত্রে পুরলকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু পর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রাথী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- SMS প্রেরণপর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথডাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হল কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা দেখা যাবে। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অষ্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি স্বাক্ষর সঠিক না থাকলে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন পরিবর্ধন গ্রহনযোগ্য হবে না।