HSP MIS এ উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা/রিপোর্ট ডাউনলোড করা প্রসঙ্গে
২০২০-২০২১ অর্থ বছরেরর ২০২০ সনের ৬ষ্ঠ শ্রেণী , ২০২০-২০২১ সনের একাদশ শ্রেণির নতুন এন্টিকৃত শিক্ষার্থীদের মধ্যে হতে পিএমটি পদ্ধতিতে নির্বাচিত উপবৃদ্ধিপ্রাপ্ত শিক্ষার্থীদের ও অন্যান্য শ্রেণীর উপবৃদ্ধিপ্রাপ্ত শিক্ষার্থীর টাকা HSP MIS এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীর একাউন্টে প্রেরণ করা হয়।
MIS- এ শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পার্সওয়াড দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীর তালিকা ডাউনলোড করা যাবে।