২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কুমুদিনী নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি – Kumudini Nursing College Admission 2023
কুমুদিনী নার্সিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। kumudininursing.edu.bd Jobs Circular 2023 । যাদের নার্সিং এর ভর্তির যোগ্যতা রয়েছে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নার্সিং কোর্স সমূহের ভর্তি হবে পারবেন। ভর্তির বিস্তারিত প্রকাশ করা হলো-
কোর্স সমূহ:
১। বি.এসসি. ইন নার্সিং (৪ বছর মেয়াদী)।
২। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
৩। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদী)
অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৩ইং
ভর্তির জন্য আবেদনের যোগ্যতা:
কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বি.এসসি ইন নার্সিং কোর্সে ভর্তি জন্য প্রার্থীকে অবশ্যই জীবজ্ঞিান সহ বিজ্ঞান শাখা হতে পাশ করতে হবে।
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট ফটোকপি একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কসীটের ফটোকপি, প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
চেয়ারম্যানের নিকট হতে নাগরিকতের সনদপত্র এবং জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে । অনলাইন আবেদন করতে – kumudininursing.edu.bd ওয়েবসাইট আবেদন করতে হবে ।
৫১০/- টাকা মার্চেন্ট বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করে কলেজের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে ।
মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে।