উপবৃত্তি

স্নাতক ডিগ্রি ফাজিল পর্যায়ে দ্ররিদ ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির প্রদান ২০২৩ । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট – pmeat.gov.bd

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন বিজ্ঞপ্তি ২০২৩
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক (পাস) সমমান পর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। উক্ত উপবৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে স্বয়স্বয় ফরম পূরণ করে জমা দিতে হবে।

অনলাইন আবেদন শুরু- ১৫ মার্চ ২০২৩ ইং থেকে ৬ এপ্রিল ২০২৩ ইং পর্যন্ত।
অনলাইন আবেদন করতে – estipend.pmeat.gov.bd

উপবৃত্তির শর্তসমূহ : শিক্ষার্থী স্নাতক (পাশ)/ ডিগ্রি/ ফাজিল অথবা সমমান পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। নিয়মিত শিক্ষার্থী হিসাবে ৭৫% উপস্থিত থাকতে হবে। শিক্ষার্থীদের অভিভবাকের বার্ষিক আয় মোট এক লক্ষ টাকা হতে হবে।

অনলাইন আবেদন করার নিয়মাবলী:
estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে – নিবন্ধন বাটনে ক্লিক করে নিচের ধাপ গুলো পূরণ করতে হবে- স্নাতকের ধরন, শিক্ষাবর্ষ, প্রতিষ্ঠানের অধিভুক্তি, স্নাতকের রেজিষ্ট্রেশন নং, এইচএসসি রেজিষ্ট্রিশন নম্বর, এইচএসসি রোল নম্বর, মোবাইল নং দিয়ে নিবন্ধন করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button